www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বাধীন তুমি

স্বাধীন তুমি
জামাল উদ্দিন জীবন

জীবনে বিশ্বাসের তরী যায় যদি ভেসে
ভালোবাসার ঘর যায় যদি অতলে ডুবে
নতুন করে গড়ে নিব পালতোলা নৌকায়
নতুন করে স্বপ্নের বাসর সাজাবো জগতে।

জগত নামের ইস্টিসনে হারাতে নয় জয়ী
জীবন প্রদীপ জ্বালাতে বারে বারে আসিগো
ফিরে তোমার হিয়ার মাঝে গড়া স্বপ্নের ভুবনে
সাথী হবে তুমি দিয়ে কথা মিথ্যে মোহ মায়ায়।

রেখে দিলে আঁখি যুগল আঁধারের মাঝে ঢাকা
তুমি ভেবেছো ছলনার অভিনয়ে হারাবো সবি
সহজ নয় আঘাতে আঘাতে শক্ত পাথর লৌহ
আকৃতি ধারণ করেছি চাইলে রুপগত পরিবর্তন।

হবে হয়তো আকৃতি ধাতবের রঙ রুপ গন্ধ বর্ণের
সংমিশ্রণ আছে যথাস্থানে বদলে গেছে ঠিকানাটা
ভিন্ন গ্রহের মানুষের সাথে পথচলাটা আমার না
সমগ্র সুখের আসায় নতুন দিগন্তে আজ জয় যাত্রা।

ভেবো না পিছু ডেকে সঙ্গী হতে চাই আগ বাড়িয়ে?
মুক্ত স্বাধীন হৃদয়ের বন্ধন খুলে দিলাম আপন হাতে
হস্তে সাজাও নিজের পৃথীবি রঙ্গিন করে মনের মতন
ভুলে যেয়ো আমাকে মনে হলে ছিলাম কখনও আপন।

নীড়টা গড়েছি যত্ন করে হাজারো বছর বসতি গড়বো
প্রিয় মানুষকে পাশে নিয়ে চলবো অনেটা পথ আনন্দে
সুখের সমুদ্র নীল বিষে বিষাক্ত এখন কোন অভিশাপে
শূন্যতা সবর্দা ঘিরে থাকে একলা পথে হয়ে আছি মত্ত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নতুন কিছুর ভাবনা।
  • চিন্ময় বসু ১৬/১১/২০২১
    ভালো
  • ফয়জুল মহী ১০/১১/২০২১
    চমৎকার ভাবনার প্রকাশ
  • মাহতাব বাঙ্গালী ১০/১১/২০২১
    জীবনের স্বাধীনতা নিয়ে সুন্দর অভিপ্রকাশ; পাঠে ভালো লাগলো
  • দারুণ!
 
Quantcast