www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার প্রেমের ঋণ ০১

তোমার প্রেমের ঋণ ০১
জামাল উদ্দিন জীবন

আজও ফুল ফোটে বাগানে আকাশে চাঁদ উঠে
পাখিরা গায় গান নদীতে ঢেউ বয় নীরবে নিভৃত্তে
বৃক্ষরাজি বাতাসে দোলে ছন্দময় তালে তালে
অপূর্ব সে দৃশ্য নয়ন আকুল করে মন ভরে ।

হিয়ার মাঝে ভেসে উঠে তোমার সুন্দর মুখ,
আমার মনে প্রাণেতে জাগে কত না মধুর সুখ
স্নিগ্ধ ভোর রোদেলা দুপুর বেলায় এসে তুমি
বসতে আমার পাশে ক্লান্ত দেহে পাখা হাতে নিয়ে।

চৈত্রের দুপুরে ঝিলের বাড়িতে ডুবে যাও আহারে!
মনের আনন্দে ছুটে চলা সাথী হয়ে দুজনার দুজনে
ভ্রমরের গুঞ্জনে পাখিদের মিষ্টি ব্যাকুলতায় কলতানে
বিলে ডিঙ্গিতে শাপলা তুলে ঘরেফেরা নিজেকে হারিয়ে।

ছোটমাছ আর শাপলা শালুকে চড়ূইভাতি খেলা করা
মায়ের বকুনি বাবার রক্তচক্ষুর শাসনের ভয়ে
তোমায় কি করে ভুলিব আমি বল প্রাণ সখা?
দু,নয়নের স্মৃতিতে অম্লান সে দিনগুলি মনে পরে

বাগানে ফুটেছে দেখি নানা বর্ণের কতশত কলি
সকলি আছে শুধু নেই সেদিনের চেনা বন মালি
সবাই বেঁধেছে ঘর গড়েছে বাসর আজ কত দিন
বসে আছি পরিশোধ করতে তোমার প্রেমের ঋণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুব্রত ভৌমিক ১৯/০৯/২০২১
    অপূর্ব প্রেমের স্মৃতি কবির লেখনীতে,;
    কজন পারে এমনি ভালোবাসতে?
    • ভালোবাসতে সবাই পারে কবি তার বহি প্রকাশ ও মাদ্যম ভিন্ন হয় সকলে বুঝতেও পারে না প্রিয় জনের ভােলোবাসার গভীরতা অবক্ত ভাষা।
  • ফয়জুল মহী ১৮/০৯/২০২১
    বাহ্ চমৎকার উপস্থাপন করেছেন কবি
  • Rashbehari Ghosh ১৮/০৯/২০২১
    অসাধারণ,,
  • অসাধারণ অনুভব প্রকাশ কবি দা
 
Quantcast