www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জন্ম ভূমি

জন্ম ভূমি
জামাল উদ্দিন জীবন

মাগো এখনও তুমি রয়েছো জেগে?
ঘুমাবার সময় তোমার হবে কবে?
দু আঁখিতে ঝরে অবিরাম কতজল
একি তোমার মায়ার পালা বদল।

তুমি ভয় কেন মাগো করো ভুবনে?
তোমার আছে হাজারো বীর সন্তান
যারা দুর্যোগ ময় সময়ে তোমার
কারণে হাসি মুখে দিবে প্রাণ খানি।

তবে তুমি ভয় কেন মাগো করো?
তোমার সোনার ছেলেরা এখনও
রয়েছে জেগে আপন মনে জন্ম ভূমিতে
তুমি ঘুমাও মাগো শান্ত মনে নিশচিন্তে ।

পরম শান্তিতে নিবিড় মমতার মাঝে
শত্রু এলে মাগো অস্ত্র হাতে ধরতে জানি
মাগো আমরা বীরের জাতী বিশ্বমাঝে
বীরের মতো মরতে জানি মরতে জানি।

এখনও তোমার অসমান ভরা মেঘ
রোদ্র শিখা উঠবে মাগো বল কবে?
বীর সন্তানেরা এখনও রয়েছে জেগে
থাকতে সন্তানের দেহে তাজা প্রাণ।

ম্লান হতে দেব না এ দেশের মান
এ মাটিরে আমি বড় ভলোবাসি
তাই মাটিরি টানে তোমার মায়ায়
তোমারি বুকে বারে বারে ফিরে আসি।

এ মাটিতে জন্মেছি জননী তোমার বুকে
আমার জীবন হলো আজ মাগো ধন্য
আমি মরি যেন মাগো তোমার কূলেতে
হেথা জন্ম নেওয়া জীবন হবে আমার পূর্ন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অভিজিৎ হালদার ২৩/০৮/২০২১
    সুন্দর ভাবনার অবতারণা করেছেন কবিতার মাধ্যমে
    • কবির প্রতি অনেক অনেক ভালোবাসা আপনাদের কাছে ভালো লাগাই ক্ষুদ্র জীবনে স্বার্থকতা চেষ্টা করি মাত্র ভালো থাকবেন পাশে রাখবেন।
  • ফয়জুল মহী ২২/০৮/২০২১
    Excellent
  • বেশ!
  • আমান শেখ ২২/০৮/২০২১
    সুন্দর প্রকাশ।
  • Puskar Pal ২২/০৮/২০২১
    অসাধারণ
  • Md. Rayhan Kazi ২২/০৮/২০২১
    অনন্য সাধারণ লেখনী
 
Quantcast