www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নদী

নদী
জামাল উদ্দিন জীবন

দুকুল বেয়ে প্রবাহমান বাংলার নদী
শুনতে পাই ছলাত ছলাত ধ্বনিগুলো
অশান্ত মনকে শান্ত করে দিল দরিয়া
হারিয়ে যাওয়া কতশত স্মৃতি বহমান।

হৃদয়ের আঙ্গিনায় মনে পড়ে আবার
সেইসব ফেলে আশা দিনগুলির কথা
নৌকাচড়া মাছধরা শালুক কুড়ানো
শাপলা ঢ্যাপ,হাসের অবাধ সাঁতার কাটা।

এমন ক্ষণে আজ তোমায় মনে পড়ে যায়
পড়ন্ত সূযর্টা গোধূলী রঙ মেখে গেছে দেখি
হারিয়ে যায় দূর আকাশ পানে নীলিমায় সাথে
সন্ধ্যা ঘনিয়ে আসছে ভুবনে মাঝে চারিধারে।

দিনের আলোটা বিদায় নেওয়ার শেষ ক্ষণে
রাত্রির আগমন বাণী শুনায় আমায় বারে বার
আঁখি পানে ভেসে উঠে সুন্দর মুখ খানি তার
বদন পানে চেয়ে ভুলে গেছি নিজেকে ধরায়।
রচনা কাল: ২৮.০৪. ২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Nice
  • সুন্দরতম লেগেছে কবি ভাই।
  • অভিজিৎ হালদার ২৫/০৭/২০২১
    সুন্দর
 
Quantcast