www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সিয়াম সাধনা ও আত্ম-সংযম


আসছে সিয়াম সাধনা ও আত্ম-সংযমের মাস। অনাহারী, অর্ধাহারী ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রদান আর ধৈর্য শিক্ষার এক সমন্বয়ক এই মাহে রমজান। ধর্মীয় দৃষ্টিতে যেমন এর গুরুত্ব অনেক তেমনি বিজ্ঞানও এটার পক্ষে জোর সমর্থন দিয়েছে। চিকিৎসা বিজ্ঞানের মতে প্রত্যেক মানুষের উচিত মাঝে মাঝে রোজারাখা বা উপবাস থাকা। এতে মানষিকভাবে যেমন পূর্ণ একটা তৃপ্তি পাওয়া যায় তেমনি শারিরীকভাবেও এর ফায়দা অনুভব করা যায় আর ধর্মীয় গুরুত্ব তো রয়েছেই। পূর্ববর্তী নবী-রাসুলগণের উম্মতের উপরও রোজা ফরজ ছিল। সর্বপরি বলা যায় যে বছর ঘুরে আবারো এল আবারো মাহে রমজান তার অমলীন বার্তা আর উভয় জাহানের কামিয়াবী নিয়ে। অমরা যেন এর পবিত্রতা রক্ষা করতে পারি আর এই রমজানের প্রকৃত শিক্ষার আলোকে আমরা যেন আমাদের জীবন গড়তে পারি। আমীন -- ছুম্মা আমীন।




Author
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৮৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৬/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast