www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আপন গতিতে ছুটব আবারো



ঈশান কোণের মেঘ দেখে
বড় ভয় হয়
যদি ঝড় হয় অবিনাশী
যদি উড়ে যায় সবকিছু;

তবুও ছাড়িনি হাল
উড়ায়ে দিয়েছি পাল
যাক সবকিছু ভেসে
এক মহাপ্লাবন এসে,

আমি আপন গতিতে ছুটব আবারো
দিগ্বিজয়ীর বেশে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পথের পথিক ০৬/০৪/২০১৭
    যেন তারুণ্যমাখা বাঁধ ভাংঙা উষ্ণ উচ্ছাসের প্রত্যয়..
    আমারও পরাণও যাহা চায়..

    মঙ্গল কামনায়
    (পথের পথিক)
  • বেশ! শুভেচ্ছা।
  • সুন্দর ছন্দ
  • আব্দুল হক ০৫/০৪/২০১৭
    এখন ভাই সব কোনেই মেঘ! ভয়কে জয় করতেই হবে।
    • সে যাই হোক বন্ধু!
      ঈশাণ কোণের মেঘ হচ্ছে কালবৈশাখীর তান্ডবলীলার প্রতীক।

      আর তাই কবি এখানে ঈশাণ কোণের মেঘকে ঝড় কিংবা প্রলয়ের উপমা হিসেবে ব্যবহার করেছেন।

      মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইল
  • সুজিত মান্না ০৫/০৪/২০১৭
    বেশ অনুভূতি
  • সবাইকে তারুণ্য ও নবজাগরনী শুভেচ্ছা।
 
Quantcast