www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটি কবিতা সন্ধ্যার আমন্ত্রনে



আপনাদের সবার জন্য এক উদার অামন্ত্রন
হ্যাঁ, আপনারা যারা তারুণ্যের কবি,
বাঁধ ভাঙ্গা উষ্ঞ উচ্ছাস নিয়ে কবিতা গাঁথেন
কবিতায় কবিতায় পুষ্ঠ করেন বাংলার সাহিত্য কানন
যারা যৌবনে নিয়েছেন রাজটীকা, তারপর....
তারুণ্যোদীপ্ত হয়ে কবিতার উতসব করেন
মা, মাটি আর মানুষকে নিয়ে কবিতা গাঁথেন
প্রেম, বিরহ আর স্বান্তনার কবিতায়
ভক্তি আর নিবেদন করেন প্রিয় মানুষদের
তারপর কবিতায় রোমাঞ্চ মেখে জলরংয়ের ছবি এঁকে
কবিতাপ্রেমীদের আনন্দ বা বিনোদন  যোগান-
সেইসব কবিদের জন্য এই আমন্ত্রন।
কিছু কবিতার ছন্দ জোগার আছে আমার বাংলোতে
আপনারা আসুন, বসুন তারপর...........
একটু বিশ্রাম নিয়ে কবিতা গাঁথুন,
এই খানে বসে আমি কবিতা গাঁথি কফির চুমুকের ছন্দে
কিংবা মনের হরষে দোল খেতে খেতে...
এই খানে বসে, হ্যাঁ আমার এই বাংলোতে বসে।
আজ সণ্ধ্যার এই আড্ডায়, এই কবিতা সন্ধ্যায়
আপনাদের সবার আমন্ত্রন, শুধু এক হয়ে কবিতা লেখার
আপনাদের সবার জন্য আমার এই উদার আমন্ত্রণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শাহারিয়ার ইমন ০৩/০৪/২০১৭
    যেতে ইইছা করছে এরকম কবিতার আমন্ত্রনে
    • হ্যাঁ বন্ধু, একই প্লাটফর্মে এসে আমরা
      জীবনের কবিতা লিখব
      অন্দোলনে আন্দোলিত করব এই ধরা
      আমন্ত্রণ রইল...
      • শাহারিয়ার ইমন ০৪/০৪/২০১৭
        অবশ্যই
  • ইমানুর রহমান ৩১/০৩/২০১৭
    দারুন লাগলো ভাইয়া ৷
  • তাবেরী ২৬/০৩/২০১৭
    চমৎকার।
  • মোনালিসা ২৬/০৩/২০১৭
    খুব ভাল
  • সবাইকে জানাই কবিতা সন্ধ্যার শুভেচ্ছাও অভিনন্দন।
 
Quantcast