www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রথম স্পর্শের পর



প্রথম স্পর্শের পর-
সরিয়ে ফেলেছি এক ব্যবধান
চীনের মহাপ্রাচীর,
এর পর 'এ্যামা' ডুবুরি হয়ে
মুক্তা কুড়াই আটলান্টিকের তলদেশে।
সেই স্পর্শের পরই-
আমি জয় করেছি তোমার
উত্তর থেকে  দক্ষিণ মেরু,
এভারেস্ট, আমাজান আর
নীল দড়িয়ার দেশের পীড়ামিডগুলি।
সেই থেকে আজও-
আমি ঘুরে বেড়াই পথ হতে পথে
তোমার ভুবনের প্রতিটি পরতে।
সেই থেকে এই অবধি-
একটি পেয়ালা চুমে
কফির নেশায় বুদ হয়ে থাকি
একটি বালিশে, শেয়ার করতে দ্বিধা নেই
এভাবেই যেন পথ চলে যায়...মাইল-মাইল
আমরা ঘুমিয়ে পরার আগে।।


::::স্বত্ত্ব সংরক্ষিত:::
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আব্দুল্লাহ্ আল মামুন ২৫/১২/২০১৬ তারিখ থেকে তারুণ্যে আছেন। এখন পর্যন্ত তিনি এখানে কোন লেখা প্রকাশ করেননি। এরকম কেন দেখায়??
    যদিও আমি কবিতা দিয়েছি
    • প্রিয় বন্ধু,
      তারুণ্যের এডমিন প্যানেলটি বর্তমানে খুবই ব্যস্ত আছেন বিধায় নতুন লেখকদের লেখাগুলো 'এ্যাপ্রুভ' করতে পারছেন না, কেননা নতুন লেখকদের অন্তত প্রথম তিনটি লেখা 'এ্যাপ্রুভ' না করলে তা তারুণ্যের পাতায় প্রকাশ হয় না।

      তবে ধৈর্য ধরুণ, প্রকাশ হবেই

      ধন্যবাদ
  • একটা প্রশ্ন ছিল ,,,শ্রদ্ধেয়।।


    এই ওয়েব সাইটে লেখা দিলাম।।
    কিন্তু
    এডমিন লেখা গুলো দেখছেন না।


    ও অনুমোতি দিচ্ছেন না।।
    ৩টা লেখা অনুমোতি না পেলে

    অন্যরা কি এটা দেখতে পাবে???????

    দেখার জন্য বা প্রকাশ পাওয়ার জন্য


    অনুমোতি কি

    প্রধান শর্ত???
    • বন্ধু, আপনার প্রথম ৩টি লেখা এডমিন থেকে প্রকাশ করে দেবার পরই কেবল আপনার পরবর্তী লেখাগুলো সরাসরি প্রথম পাতায় প্রকাশ হবে।

      ধন্যবাদ।।
  • সুন্দর ভাবনা
  • nice
  • খুব ভাল লিখছেন......।।
  • রাবেয়া মৌসুমী ০৩/০৩/২০১৭
    অসাধারন কবিতা। আমি আপনার সােথ কথা বলেত চাই,গ্রামীন বাইস উনসত্তর পনেরো চল্লিশ।
    • আপনার নান্দিনক মন্ত্যবে সত্যিই আমি বিমোহিত! আজ আমার মনে হচ্ছে সত্যিই যেন আমি কাব্য জগতে ঘুরে বেরাচ্ছি।

      বন্ধু, আপনার শেষের ৬ সংখ্যা পেলাম তবে প্রথম ৫টি সংখ্যা কি ০১৭১১ ???

      জানাবেন!!
      অনেক-অনেক শুভকামনা
      • রাবেয়া মৌসুমী ০৩/০৩/২০১৭
        ১১ নয় ২২
  • ভালো। খুব ভালো। এই ছবিটার লিঙ্ক দরকার।
    • অনেক ধন্যবাদ, প্রীতি ও শুভেচ্ছা!!

      ভালো থাকবেন এবং পাশে থাকবেন।।

      অঅপনার জন্য ছবিটির লিংক পাঠালাম: https://s-media-cache-ak0.pinimg.com/736x/79/0b/5b/790b5bc10d73dc06d69c1be8cc0318da.jpg
  • পরশ ০২/০৩/২০১৭
    অসাম
    • ভালো থাকবেন
      সাতে থাকবেন

      ধন্যবাদ
      :::::::::::
  • পরশ ০২/০৩/২০১৭
    ভালো হয়ছে
 
Quantcast