www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নুরু চাচা ও তার বাজেটের ১৯ ২০

(তারুণ্য- বিষয়শ্রণী: গল্প/ সমসাময়িক গল্প)
কথা হচ্ছিল নুরু চাচার সাথে বাজেট নিয়ে। অনেক প্রবীন ব্যক্তি। বাজেট সম্পর্কে তার ধারনা অনেক ভাল। প্রতি বছর বাজেটের আগেই উনি পলিটিক্যাল সিচুয়েশন দেখে বাজেটের একটা খসড়া তৈরি করে ফেলেন নিজস্ব গবেষনা ফার্মে। তারপর বাজেট প্রকাশিত হবার পর মিলিয়ে নেন সেগুলো, দেখা যায় মিলে গেছে, প্রায়ই মিলে গেছে, হয়তো ১৯ আর ২০। তবৃও কাছাকাছি, প্রায় কাছাকাছি। এবারে মিলিয়ে দেখব আমরা ওনার বাজেটের সাথে আমাদের রাষ্টীয় বাজেট।

নুরু চাচার খসড়া বাজেট ২০১৬-২০১৭ অঃ বঃ


১। বাজেটের প্রায় ৭০%ই খরচ হবে সরকারী খাতে। অর্থাৎ সরকারী বেতন, ভাতা, সম্মানী, উৎসব ভাতা, ভ্রমন ভাতা সহ এই জাতীয় সরকারী খরচ আর বাকী ৩০% এর কিছু অংশ উন্নয়ন খাতে আশা করা যায়।

২। নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম বাড়বে ঠান্ডা মাথায়। পরোক্ষ ভাবে করের বোঝা চাপিয়ে দেয়ায়। অবশ্য আজকাল মোবাইল ও এর অন্তর্ভূক্ত।

৩। কমবে বিলাসবহুল দ্রব্যের দাম। সুযোগ থাকছে কালো টাকা সাদা করার।

৪।  ‌ভ্যাট বসানো হতে পারে যে কোন কিছুর উপর (এমনকি দুই লাইনের ছোট্ট একটি বিজ্ঞাপনের উপরও)।

৫। দরিদ্র/ অসহায়, বেকার/ কর্মসংস্থান বান্ধব হবে না, এ বছরের বাজেটটি।

৬। আবারো হতাশা/ বৈষম্য বাড়বে তারপরও মানুষ নীরব হয়ে বেঁচে থাকবে।

এরকমেরই আরো অনেক খসড়া। নাহ! আর লিখব না। ইতি টানছি।


বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৭৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৬/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পরশ ০৮/০৬/২০১৬
    ভাল
  • ফয়জুল মহী ০৭/০৬/২০১৬
    লংক্কায় সবই বারণ যারা শুধু হাওয়া খায়
  • পরশ ০৭/০৬/২০১৬
    অসাধারন
  • পরশ ০৫/০৬/২০১৬
    ভাল
  • ফাহিম খান ০৩/০৬/২০১৬
    আবার এই ব্লগিং এর উপর ভ্যাট নেই তো?
  • পরশ ০৩/০৬/২০১৬
    ভাল
  • দারুণ খসড়া!!!
 
Quantcast