www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

টিউলিপ এর রাজনীতি

টিউলিপ সিদ্দিকী, ব্রিটিশ সংসদের সম্মানিত মেম্বার। বিভিন্ন দেশী, বিদেশী রাজনৈতিক বিষয়াদি নিয়ে সদা সরর। বাংলাদেশের রাজনীতির সাথে তার সরাসরি সংযোগ রয়েছে। বেশীরভাগ বাংলাদেশী ইস্যু নিয়ে তিনি নিরব। আসলে বাংলাদেশে যত সব রাজনৈতিক অবিচার অনাচার, গুম খুন ইত্যাদি চলমান, তার বিরুদ্ধে অন্যান্য বালাদেশী ব্রিটিশ এমপিরা সর্বদা সরব হলেও, টিউলিপ তার খালা হাসিনাকে সব অন্যায়ের সমর্থন দিয়ে যাচ্ছেন। এ এক আজব দুমোখী নীতি ধরে ফেলেছেন চ্যা্নেল ফোর এর সাংবাদিক। সম্প্রতি এক প্রশ্নে ব্রিটিশ ব্যারিস্ট্যার আরমান প্রসঙ্গে টিউলিপ অজ্ঞতাসূচক অবজ্ঞা করে হাসিনার মত মিথ্যা অজুহাত দাড় করান। এখন দেখার বিষয়, বাংলাদেশে হাসিনা সরকারের সব অন্যায়ের সঠিক বিচার হলে তিনি লন্ডনে কিভাবে নীরব থাকেন।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৭৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast