www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এই বেশ ভালো আছি

মনের ভেতর পাথরগুলো ইচ্ছেমত আঘাত
করে
স্বপ্নগুলো ভাঙতে থাকে
গড়তে হলে আরো বড় মন দরকার
এই অলিন্দে এই নিলয়ে
হৃদপিন্ডের চার প্রকোষ্ঠে।
তোমার জন্য করব আমি মনখানা তাই
আরো বড়
পাথরগুলো লুজ হয়ে
তাই পড়বে খসে
হালকা হব দাঁড়াব আমি
আপন পায়ে শক্ত হয়ে
পারব বলে হয়না মনে
মনের ভেতর খচখচানি।
হাটু খানা নামিয়ে দিয়ে
রোদ্রচোখে
একটি গোলাপ
হাতে নিয়ে দাঁড়াব আমি
তোমার পানে বিকেলবেলা
পড়ন্ত এক অফুরন্ত বিকেলবেলা।
বুকের ভেতর পাথরগুলো
বড্ড জ্বালায়
মন উচাটন রাতবিরাতে।
পাথরগুলো সরিয়ে দ্যাখো-
হলুদ খামের একটি চিঠি
চিঠির ভেতর বিবর্ণ একমুঠো
স্বপ্ন আছে
যতন করা রাজকুমারী
তোমার তরে।
ভুলতে আমি চাই যতবার
ভুলবশত পাথরগুলো ভারি করি
ভারি করি শুকনো মুখে
ব্যর্থ হাসি-
নচিকেতার ছন্দে সুরে সুর করে গাই
এই বেশ ভালো আছি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast