৩৬ জুলাই
সময় গতিতে চলে জানি তো সবে
হয়েছে কি বিপরীত কখনো কবে
জানো তুমি হে পথিক এমন কিছু
ভাবনা কি কখনো নিয়েছে পিছু?
এমনও কি হয় নাকি ভেবে যাও যদি
থেমে যাবে জীবনের বয়ে চলা নদী
খুঁজে যদি পেয়ে যাও কখনো সে ক্ষণ
ভেবো না তা অমলিন কিবা অচেতন
এমন হয়েছে অনেক সময়ের চাকা
ঘুরেছে ঠিকই তবে হয়ে আকাবাক।
ভুল বুঝে নিও না তো কেমনে তা হয়
মানুষের হাতে তাতো করতে বিজয়।
সত্য ও সুন্দর ছড়ায় যে শির
সময়ের কাছে হয় সে মহাবীর।
হার মানে সময়ও তার কাছে শেষ
এমনই সময় এসে হয় বাংলাদেশ।
নিয়মের বেড়া ভেঙ্গে নতুন বুনাই
পার হয়ে একত্রিশ ৩৬শে জুলাই।
হয়েছে কি বিপরীত কখনো কবে
জানো তুমি হে পথিক এমন কিছু
ভাবনা কি কখনো নিয়েছে পিছু?
এমনও কি হয় নাকি ভেবে যাও যদি
থেমে যাবে জীবনের বয়ে চলা নদী
খুঁজে যদি পেয়ে যাও কখনো সে ক্ষণ
ভেবো না তা অমলিন কিবা অচেতন
এমন হয়েছে অনেক সময়ের চাকা
ঘুরেছে ঠিকই তবে হয়ে আকাবাক।
ভুল বুঝে নিও না তো কেমনে তা হয়
মানুষের হাতে তাতো করতে বিজয়।
সত্য ও সুন্দর ছড়ায় যে শির
সময়ের কাছে হয় সে মহাবীর।
হার মানে সময়ও তার কাছে শেষ
এমনই সময় এসে হয় বাংলাদেশ।
নিয়মের বেড়া ভেঙ্গে নতুন বুনাই
পার হয়ে একত্রিশ ৩৬শে জুলাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৩/০৮/২০২৫অসাধারণ
-
জে এস এম অনিক ০৩/০৮/২০২৫অসাধারণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/০৮/২০২৫বেশ
-
ফয়জুল মহী ৩১/০৭/২০২৫অসাধারণ লিখেছেন
ভালো লাগলো পড়ে