অন্দরমহল
বাহিরের রূপ আর ভিতরের রং
মিলে নাকি বহুরূপী সাজ আর ভং
কতবার পরে হায় ঠিক হবে তাও
কখনোই জানবে কি হয়ে অজানাও
ব্যস্ত তো দেখানোয় দেখে না নিজ
অন্দরে বাহবা ভরা গিজ গিজ
কে গেল পাশ দিয়ে চোখ নাই তার
এতবড় হাস্তিকে ধারবে না ধার
যাক সেতো তুচ্ছ কি তার দাম
ফেলেছে কি কোনকালে ঘাম
ধুর ছাই অযথাই গেল তো ক্ষণ
চেয়ে আছে এদিকে চোখ অগণন।
মিলে নাকি বহুরূপী সাজ আর ভং
কতবার পরে হায় ঠিক হবে তাও
কখনোই জানবে কি হয়ে অজানাও
ব্যস্ত তো দেখানোয় দেখে না নিজ
অন্দরে বাহবা ভরা গিজ গিজ
কে গেল পাশ দিয়ে চোখ নাই তার
এতবড় হাস্তিকে ধারবে না ধার
যাক সেতো তুচ্ছ কি তার দাম
ফেলেছে কি কোনকালে ঘাম
ধুর ছাই অযথাই গেল তো ক্ষণ
চেয়ে আছে এদিকে চোখ অগণন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য ২৮/০৫/২০২৫ভালো বাসা দিয়ে গেলাম কবিবর।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৪/০৫/২০২৫ভালো
-
আমি-তারেক ২৪/০৫/২০২৫Sundor prokash:)
-
আনাস খান ২৪/০৫/২০২৫অসাধারণ প্রকাশভঙ্গি!
-
ফয়জুল মহী ২২/০৫/২০২৫সুন্দর