জানি না
কত পথ চলে এসে ফেরা যায় ফের?
ঘুরে ঘুরে কত পরে হওয়া যায় বের?
জান তুমি বলে দাও ওগো জ্ঞানীজন
দুদিনের মুসাফির কত মহাজন।
দিন দিন বাড়ে ঋণ অজানা যে ভার
পারবো কি শোধ দিতে সেই বোঝাটার।
দেখে দেখে চোখ রেখে কপাল খুঁজে
ভুলভাল করে কানে তুলা দেয় গুজে।
বকবক করে যায় কাজ খুঁজে নেই তো
দরদী ও দয়াবান শুধু এক সেই তো।
সবখানে ঘুর ঘুর দোষ খুঁজে হয়রান
পেটবাজ অজথাই গেয়ে যায় জয়গান।
কেউ খায় কেউ গায় কেউ করে খেলা
যার শ্রম অবশেষে সেই পায় হেলা।
ঘুরে ঘুরে কত পরে হওয়া যায় বের?
জান তুমি বলে দাও ওগো জ্ঞানীজন
দুদিনের মুসাফির কত মহাজন।
দিন দিন বাড়ে ঋণ অজানা যে ভার
পারবো কি শোধ দিতে সেই বোঝাটার।
দেখে দেখে চোখ রেখে কপাল খুঁজে
ভুলভাল করে কানে তুলা দেয় গুজে।
বকবক করে যায় কাজ খুঁজে নেই তো
দরদী ও দয়াবান শুধু এক সেই তো।
সবখানে ঘুর ঘুর দোষ খুঁজে হয়রান
পেটবাজ অজথাই গেয়ে যায় জয়গান।
কেউ খায় কেউ গায় কেউ করে খেলা
যার শ্রম অবশেষে সেই পায় হেলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।