www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হকের নাবিক

আধার ঘেরা বিশ্বডেরা
বর্বতার যুগ যে ছিল,
নারী জাতি দিবস রাতি
নির্যাতনে ভুগতেছিল।
সুবহে সাদিক হকের নাবিক
আনলে ডেকে কোল আমিনায়,
জাহান তামাম জানায় সালাম
সাল্লে আলার বোল মহিমায়।
ঝর্ণাধারা আত্মহারা
বয় খুশিতে সাগর পানে,
বৃক্ষরাজি আবার সাজি
সবুজ রঙের চাদর টানে।
পূর্ণিমা চাঁদ তার বড় সাধ
একলা পেয়ে ধন্য হবে,
তাইতো সে রোজ করছে যে খোঁজ
দিন কিভাবে বন্য রবে।
কাটতে কালো জ্বাললে আলো
গারে হেরায় অন্ধকারে,
সবার প্রাণে ওহির ঘ্রাণে
দোল দিয়ে যায় বন্ধদ্বারে।
টানতে বুকে হাসি মুখে
কষ্ট যে দেয় তাকে তুমি,
শত্রু যে ঘোর করতো নোঙর
তোমার কদমপাকে চুমি।
আরব মরুয় তমাল তরুয়
হেদায়েতের ছায়া ফেলে,
ভেদ ভুলিয়ে হাত বুলিয়ে
দেয় যে প্রাণে মায়া ঢেলে।
বিশ্বমানব পায় যে আজব
পরশ পাথর শান্তি সুখের,
মুহাম্মদ নাম কাউসারি জাম
দেয় মুছে ছাপ ক্লান্তি দুখের।


ফয়জুল্লাহ সাকি, ইসলামি আইন গবেষণা বিভাগ-১ম বর্ষ,জামিয়া ইসলামিয়া পটিয়া কক্ষনং:-১১৪।
মোবাইল :-০১৮৪৩-২৭৩৭৭৭
Email:[email protected]
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast