www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কেউ তো বোঝেনা

এ বুকের কান্না কেউ তো দেখেনা
কেউ তো বোঝেনা মনে কিসের দহন,
অন্তরে অন্তর মিলবে যখন
এ বুকের যন্ত্রণা বুঝবে তখন।

সাগরের লোনা জল দু'চোখে বহমান
কান্নায় ভেজে আঁখি সমানে সমান।
কষ্টগুলো তাই বুকে বাসা বাঁধে
এখনো প্রতিরাতে এই মন কাঁদে
এভাবে আর কত কাঁদবে এ মন
কেউ তো বোঝেনা মনে কিসের দহন।

কোন ভুলে তুমি গেলে আমায় ছেড়ে
একবারও ভাবলে না বাঁচবো কি করে।
হয়তো সুখে আছো আমাকে ভুলে
তবে কেন আমি পুড়ি কষ্টের অনলে
পোড়া মনে আর কত লাগবে গ্রহণ
কেউ তো বোঝেনা মনে কিসের দহন।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সায়েম খান ২৬/০১/২০১৫
    গানের মতো লাগলো।
    • ফিরোজ মানিক ২৬/০১/২০১৫
      এটা আমার লেখা গান-ই। এ্যালবামের কাজ শেষ, ভিডিও চলছে। আমার জন্য দোয়া করবেন।
  • আবিদ আল আহসান ২২/০১/২০১৫
    কবি
  • ২২/০১/২০১৫
    এক কথায় দারুণ হয়েছে ।
    শুভেচ্ছা কবিকে ।
  • আবু সাহেদ সরকার ২২/০১/২০১৫
    আসরে স্বাগতম কবি। কবিতাটা বেশ ভালো লাগলো পড়ে। আমার পাতায় আসবেন।
  • সবুজ আহমেদ কক্স ২২/০১/২০১৫
    অসাধারণ ভাই চালিয়ে যান আপনাকে দিয়ে-ই হবে ..............................দারুণ
  • সহজ ব্যক্তিগত বোধের প্রতিফলন। গভীরতা কম, তবে পড়ে মন্দ লাগে নি। এগিয়ে যান কবি।
  • ফিরোজ মানিক ২২/০১/২০১৫
    ভাল লাগার জন্য সবুজ ভাইকে ধন্যবাদ আর ইঞ্জিনিয়ার ভাইয়ের প্রতি শুভেচ্ছা আমার লেখাগুলো প্রকাশ করার জন্য। ধন্যবাদ সবাইকে।
  • সবুজ আহমেদ কক্স ২২/০১/২০১৫
    কবি অসাধারণ লিখা ,প্রিয় ফিরোজ মানিক
  • গান কবিতা এই বিষয়গুলোর ভুল আসলে অন্যের ধরা কঠিন। কারন এগুলো ব্যাক্তিগত চিন্তার প্রতিফলন। ভালো লেগেছে। চালিয়ে যান।
  • ফিরোজ মানিক ২১/০১/২০১৫
    আমার লেখা গান কবিতা আকারে দিলাম। এ্যালবামের কাজ চলছে। লেখায় ভুল থাকলে মন্তব্য দিন।
 
Quantcast