www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানবতায় স্বাগতম

মানুষ হিসেবে কষ্ট পেয়েছি জর্জ ফ্লয়েডের মৃত্যুতে। যা সত্যিই অনুচিত হয়েছে। তবে আমাদের বোধদয় হয়েছে। তবে একটু দেরিতে।
কেরালায় গর্ভবতী হাতির মৃত্যুতেও মানুষ হিসেবে ভীষণ কষ্ট হয়েছে।
এই কষ্টগুলো সোস্যাল মিডিয়ায় বেশ ছড়িয়েছে।যদি এই ইমোশন সত্যি হয় তাহলে মানবতার জগতে আপনাদের স্বাগতম।তবে বেশ দেরী হলেও এই শুভেচ্ছা অটুট থাকবে।কারণ এতোদিনে কাঁটাতারে ঝুলে থাকা মানুষগুলোর বেলাতেও এই কষ্ট আমাদের হওয়া উচিত ছিলো। সাগর-রুনির রিপোর্ট পেছাতে পেছাতে বাতিল হলো বিচারের তালিকা হতে তখন কষ্ট হওয়া দরকার ছিলো।
রোহিঙ্গা ক্যাম্প বানাতে ৬৪টি হাতির হত্যা হয়েছিলো তখনও কষ্ট হওয়া দরকার ছিলো।
যাই হোক-
জীবনগুলোর প্রতি মায়া আর্টিফিশিয়াল না হোক।সামনের প্রতিটা জীবনের মৃত্যুতেও ডে,টাইমলাইন ভরে থাকুক। হোক আমাদের মতোই প্রতিবাদগুলো।
তাহলে একদিন হয়ত, জীবনের দাম পেয়ে যাবে আমাদের গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৩৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast