www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতা

ডেস্টিনেশন
-ফারুক হোসেন
_----------------------------------------
বিরহ-বিষাদিত থম-ধরা এক সত্তার অবগাহন এই গ্রহে; অপার বাসনার অচরিতার্থতার জরায়ুতে যার নিষেক- বে-বোধ নও তুমি।
বিদিত নিশ্চয়ই; সে কে - এহেন নোট অব ইন্টারোগেটিভের সম্মুখবর্তীতে।

বিরহের মাত্রা উল্লঙ্ঘনে বিবাগি, দিশা-বিদিশাগ্রস্তে সময়খন্ডে ভাসন্তে আর নিমজ্জনে এক সারবত্তা; ব্যর্থতায়-ক্ষুণ্ণতার ঔরসে যার সৃজন - বোধীজনে বে-খবর নয়।
অসংশয়ে তোমার প্রতীতি; কে সে সারভাগ- এমনতর সওয়ালের নিকট।

সময়ভাগে ছেড়েছুড়ে বিচ্ছিন্নতাকামী সে এই দিবা-নিশায়; শেষে মনোগহনের শ্বশানঘাটে সবটার শবদাহ সমাপনে "তুমি" সত্তায় মিলনপ্রত্যাশী; কোন সে নির্যাস?
তার অভিধা "আমি"।
"তুমি" "আমি" সমান "আমরা"।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৬/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast