www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যদি আরেকবার

যদি আরেকবার দেখা হয়
শুধু এতটুকুই জেনে নেবো কেমন আছো ?
উত্তর দাও বা না দাও সবই তোমার ইচ্ছা
চোখ দেখে ঠিক বুঝে নেবো কেমন আছো ।
খড়কুটো দিয়ে বানানো আমাদের সেই বাসাটা
মনে আছে তো না ? বার বার দমকা হাওয়ায় যেটা
দুমড়ে মুছরে পড়েছে । সেই বাসাটা ?
জানি কি উত্তর হবে , বলবে নাতো কোন বাসাটা যেন ?
আমিও তেমনি হেসে বলব না না কিছু না এমনি বললাম।
আমার উত্তর শুনে কিছু না বুঝেই তাকাতে চাইবে আমার চোখের দিকে
ভেবো না, কোন ভাবেই তোমার চোখের দিকে তাকাবো না ,
কেন জানো ? ভালবাসার সমুদ্রে আর দিতে চাই না ডুব ।
বলব না 'এই তুমি কি একটা কবিতা শোনাবে ?
সেই পুরানো কবিতাটা ?
না হয় সেই জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন !
যা যা কথা সব ভেতরেই রেখে দেবো ।
আর যখন বলবে চলি ?
বলব না যে ,থাকো না আরেকটু সময়,
মাত্রই তো এলে ...
এততুকুই বলব যাও ভালো থেকো ,
যখন চলে আসব আর পিছু ফিরে একবারও তাকাবো না ,
কেন জানো ? আরেকবার হৃদয় ভাঙ্গার ভয়ে ...।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নাজমুল আহসান ১২/০১/২০১৫
    জাতীয় সঙ্গিত না হোক, ভালবাসার দ্বিতীয় লাইন শোনাতে দোষ কী !
  • সত্যি বিষয়টা পড়ে মনে একটু চােট লাগলো। তবে লেখাটা কিন্তু দারুন। রোমান্টিক। ভালো লাগলো। ভালো বেসে পেতেই হবে এর কোনো মানে নেই। ভালোবাসি এটাই হলো কথা। ভালো লাগলো।
  • অনিরুদ্ধ বুলবুল ১৬/১২/২০১৪
    আহ্ , বড় কষ্টে আজ বিবস হয়েছে মন -
    ভালবাসা নামে সইব না আর বঞ্চনার পতন!
    সুন্দর কবিতা -
    কস্তুরীর কাব্যিকতায় মোড়া
    একখন্ড রেশমী রুমাল যেন!

    অভিনন্দন কবি -
  • মাঞ্জুর এলাহি ১৮/০৯/২০১৪
    " কোন ভাবেই তোমার চোখের দিকে তাকাবো না ,
    কেন জানো ? ভালবাসার সমুদ্রে আর দিতে চাই না ডুব ।"
    অনেক ভাল লাগলো...।
  • সুজন সারথি ১২/০৯/২০১৪
    ভেজা মেঘের মতো ...অবুঝ আকাশে উড়তে উড়তে... জীবনের সুতোয় যদি টান পড়ে কখনো......চলে এসো!!!!!!!!!!!!
  • একনিষ্ঠ অনুগত ১২/০৯/২০১৪
    খুব সুন্দর লেখা। উপস্থাপনা খুব ভালো লাগলো।
  • ইসমাইল জসীম ১১/০৯/২০১৪
    চমৎকার নষ্টালজিয়া।
  • খুব সুন্দর হয়েছে।
  • ১১/০৯/২০১৪
    অনন্য সুন্দর । পরবর্তী লেখায় প্রতীক্ষায় থাকলাম ।
    ধন্যবাদ ।
  • চূড়ান্ত ১১/০৯/২০১৪
    ভালো লিখেছেন।
  • চরম হইছে। আরো লিখুন। শুভেচ্ছা নিন।
 
Quantcast