www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পাগলী

খুব ইচ্ছে করে পাগলামি করতে
ইচ্ছে করে কারো মধ্যরাতের
ঘুম ভাঙ্গিয়ে বলি
এই যে সাহেব আপনি কি ঘুমে ?
কারো গুরুত্বপূর্ণ ক্লাসে বারবার ফোন দিয়ে
বিরক্ত করি ... ইচ্ছে হয় এসএমএস দিয়ে
জানাই,এই ছেলে বের হও ঘুরতে যাব ।
কারো উদাস করা বিকেলে
চুপ করে বসে থাকতে চাওয়াটাকে
তুচ্ছ করে বলি-আমি থাকতে একা কেন ?
খুব ইচ্ছে করে কোন চায়ের টঙে
বসে কারো হাতের চা কেড়ে নিয়ে
বলি অনেক খেয়েছ বাকিটা আমার।
কারো মন খারাপের দিনে
এক মুঠো হাসি উপহার দিয়ে বলি ...
তুমি মন খারাপ করে আছো ?
ইচ্ছে হয় কাউকে
হঠাৎ ফোন দিয়ে বলি
আমার জন্য এক রাশ গোলাপ-পাপড়ি
নিয়ে উপস্থিত হও আমার বাসার গলিতে
এখন ঠিক এখনই ।।
ইচ্ছে হয় কারো শার্টের কলার ধরে বলি ,
ভালো না বেসে যাবে কোথায় ?
এমন স্বৈরাচারী প্রেমিকা আর
পাবে কোথায় ?
তবু সে মিষ্টি হেসে বলুক
পাগলী ...!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবি মোঃ ইকবাল ০৭/০৫/২০১৪
    পাগলীর পাগলামিটাও দারুন লাগলো।
  • রেজাউর রাতুল ০২/০২/২০১৪
    অসাধারন ভালো লেখা হইছে । আমারও ইচ্ছে করতেছে তোমাকে কিছু বলি । যাই হোক, তোমার কি শুধু ইচ্ছাই করে ! নাকি কাউকে অলরেডি বলে ফেলছো ?
  • אולי כולנו טועים ২৫/১২/২০১৩
    khub sundor.....likhecho .....:)
    • ফাহমিদা ফাম্মী ২৬/১২/২০১৩
      thank u so much :)
      • אולי כולנו טועים ২৬/১২/২০১৩
        you are always welcome, my dear !

        তোমার সবকটি লেখাই পড়লাম - এককথায় অনবদ্য ! কবিতার মাঝে বিরহের কাব্যই পেলাম এপর্যন্ত।
        আর, প্রেমের কবিতা লিখলে এই একটি - তাইনা ?
        তবে, একটিতেই আসর মাত করে দিলে বলা যায়।
        নতুন কবিতার অপেক্ষায়। ....:)
        • ফাহমিদা ফাম্মী ২৭/১২/২০১৩
          dhonnobad apnake :) kosto kore porar jonno evabei pashe thakben sob somoy :)
          • אולי כולנו טועים ২৭/১২/২০১৩
            avabe ?...:)
            ha,....pasei pabe sobshomoy.
            ar, koster ki ache ? akhane tumi, ami soho aro blogger ra likhche. karo lekha valo lagle, lekhokke valo lagar kothati janale valo lage - taina ? ...:)
            • ফাহমিদা ফাম্মী ২৮/১২/২০১৩
              জি জি :) অসংখ্য ধন্যবাদ :)
  • এফ সাকি ২৫/১২/২০১৩
    সত্যিই তুমি পাগলী।এতরাতে লেখা পোষ্ট করলে ।আর পাগলেরা পড়া শুরু করলো।অসাধারণ ! চালিয়ে যাও পাগলী।পাগলা সাথে থাকবে হয়তো।
 
Quantcast