www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দূরত্ব

দূরত্ব বেরে গেছে ক্রমাগত
ঠিক পৃথিবীর এক প্রান্ত আর অন্য প্রান্ত
হয়ত আয়তনের দূরত্বটা ততটা নয়
যত টা মনের...
এখন জানিনা কি করছ
হয়ত কোন নতুন গানের সুর তুলছ
নয়ত করছ ঠাট্টা মশকরা কোন
অপরিচিত নম্বারে ফোন দিয়ে
জানিনা এখন আগের মতো
ভুলো মন নিয়ে সব ভুলে যাও
নাকি মনে থাকে সব কিছু
জানিনা এখন ঠিক মতো
দাড়ি কাটো নাকি ভুলে যাও
সপ্তাহের পর সপ্তাহ,
জানিনা এখন কে তোমাকে
সব মনে করিয়ে দেয়,
কুট কুট করে সবকিছু,
বার বার ই চাই দূরত্ব টা মুছে দিতে
পারিনা, মনের দূরত্ব যে চাইলেও
দূর করা যায় না ......।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জহির রহমান ১১/১১/২০১৩
    দুরুত্বটা বাড়ছে ঠিক
    দু'জন আজ দু'প্রান্ত
    কিন্তু তুমিকি ভুলে গেছো
    মন দু'টি মিলে একান্তে!
    জানিনা আমি গাইতো গান
    সুর তুলাতো দূরে থাক
    তুমিতো এসব ভালোই জানো
    তবুও কেন বাজাও ঢাক!
    ঠাট্টা মশকরা করছিনা আর
    যেদিন তুমি বুঝলে ভুল
    শেষ কথাগুলো রাখছি মনে
    যাইনি ভুলে এক চুল।
    এখনো নিত্য ভুলি কিছু
    তোমায় ভুলতে পারলাম কই
    আসলে নিছি তোমার পিছু
    তাইতো মনে রাখি সই।
    দাঁড়ি কাটিনা এখন আর
    এগুলো রয় গাল জুড়ে
    এভাবে করছি সপ্তাহ পার
    শুনে কি তোমার মন পুড়ে?
    এখন আমি দিবানিশি
    সাধনা করে রাখি মনে
    দুরত্বটা কমিয়ে আনি
    থেকোনা আর দুরে সরে।
    - সুন্দর একটা কবিতা। হৃদয় ছুঁয়ে গেছে ফাম্মী আপু। 'তুমি' সম্বোধনের জন্য sorry.
    শুভকামনা...
    • ফাহমিদা ফাম্মী ১১/১১/২০১৩
      ভাই আপনি একেবারে ঠিক জবাব দিছেন কবিতাটার ... অসাধারন জবাব ... আমি মুগ্ধ :)
      • জহির রহমান ১২/১১/২০১৩
        আমিও আপনার মন্তব্য দেখে মুগ্ধ। সত্যি কথা বলতে কি- আপনার কবিতাটি আমার হৃদয় ছুঁয়ে গেছে বলেই এভাবে মন্তব্য করার চেষ্টা করছি মাত্র।
  • Înšigniã Āvî ০৭/১১/২০১৩
    darun laaglo....

    vison saboleel aabeghghono lekha
  • মীর শওকত ০৭/১১/২০১৩
    সুন্দর প্রকাশ ভঙ্গি ।বেশ লাগল । সুস্থ থাকুন ।
  • ওয়াহিদ ০৭/১১/২০১৩
    Valo Laglo ......

    Shuvo Kamona :)
  • মহিউদ্দিন হেলাল ০৭/১১/২০১৩
    দারুণ উপস্থাপনা, চমৎকার সমাপ্তি !
  • সহিদুল হক ০৭/১১/২০১৩
    খুব ভাল লাগলো কবিতা। মনের আবেগ সুন্দরভাবে প্রকাশ পেয়েছে কবিতায়। শুভেচ্ছা রইলো।
  • খুববই চমৎকার।সেই সাথে নষ্টালজিক।ভালোো লাগলো।তবে অপরিচিত নম্বরে মসকারি করা ভালো লক্ষণ ছিলো না।
 
Quantcast