ব্যাকুলতা
    হাজারটা গল্প পড়ে থাকে 
তোমার আঙিনা জুড়ে ,
উবে যাওয়া কর্পূরের মত
হারিয়ে গেছে বসন্তরাত গুলো ।
চিড় ধরা মনের পৃষ্ঠে
অকালকুন্ঠ বেজে ওঠে তোমার প্রতিধ্বনি,
বিষন্ন কন্ঠে ডেকে ওঠে রাতের পাখি
ঘু্মহীন রজনীর কষ্ট বুনতে ।
তোমার আঙিনা জুড়ে ,
উবে যাওয়া কর্পূরের মত
হারিয়ে গেছে বসন্তরাত গুলো ।
চিড় ধরা মনের পৃষ্ঠে
অকালকুন্ঠ বেজে ওঠে তোমার প্রতিধ্বনি,
বিষন্ন কন্ঠে ডেকে ওঠে রাতের পাখি
ঘু্মহীন রজনীর কষ্ট বুনতে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        এম,এ,মতিন ০৬/০৬/২০১৭মুগ্ধতা রেখে গেলাম কবি।খুব সুন্দর প্রকাশ!
- 
        ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৫/০৬/২০১৭ব্যকুল > ব্যাকুল
- 
        সাইয়িদ রফিকুল হক ০৫/০৬/২০১৭ভালো লাগলো।
- 
        সাঁঝের তারা ০৫/০৬/২০১৭অপূর্ব
- 
        মোনালিসা ০৫/০৬/২০১৭সুন্দর


 
        