উৎসর্গ
    রাইফেল হাতে রুদ্র প্রেমিক
রক্তাক্ত হৃদয় ম্রিয়মান ,
কয়েকশত বুলেট কিংবা গ্রেনেড
এনে দিতে পারবেনা প্রতিশোধের নিঃশ্বাস।
আড়ষ্ট বুকে প্রতীয়মান ভগবান
নিশ্চুপ হয়ে কেবল গল্প গুনছে ।
হাজার হাজার নক্ষত্র রাতের গ্রাসে
খোলা প্রান্তরে একাকী যুদ্ধে পরাজিত বলে ।
হে মহাকাল, বিস্মৃতির তলানীতে
ডুবে যাবে হাজারো নিঃস্ব প্রেমিক ।
পৌরানিক কাহিনী কিংবা মহাকাব্য
রচিত হবেনা ,নিচ্ছিন্ন হবে অতল গহ্বরে ।
রক্তাক্ত হৃদয় ম্রিয়মান ,
কয়েকশত বুলেট কিংবা গ্রেনেড
এনে দিতে পারবেনা প্রতিশোধের নিঃশ্বাস।
আড়ষ্ট বুকে প্রতীয়মান ভগবান
নিশ্চুপ হয়ে কেবল গল্প গুনছে ।
হাজার হাজার নক্ষত্র রাতের গ্রাসে
খোলা প্রান্তরে একাকী যুদ্ধে পরাজিত বলে ।
হে মহাকাল, বিস্মৃতির তলানীতে
ডুবে যাবে হাজারো নিঃস্ব প্রেমিক ।
পৌরানিক কাহিনী কিংবা মহাকাব্য
রচিত হবেনা ,নিচ্ছিন্ন হবে অতল গহ্বরে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩০/০৫/২০১৭বেশ ভালো।
- 
        আব্দুল হক ৩০/০৫/২০১৭অনেক পর লিখা দেখলাম, ধন্যবাদ!
- 
        সাঁঝের তারা ২৯/০৫/২০১৭ভাল


 
        