অবুঝ ব্যাথার কথা
    শেষ  চিঠিটা  তোমার 
খুব যতনে আগলে রেখেছি ,
শেষ হাসিটা তোমার
মনের গহীন কোনে গেথেঁছি ।
অবুঝ অবুঝ যত ছিল পাগলামি
তোমার কথার হাজারো ন্যাকামি ।
তোমার চোখে স্বপ্ন এঁকে
এ জীবন পার হতে চেয়েছি ।
মনে পড়ে ,শেষ বিকেলের কথা ,
তোমার ঘাড়ে আমার শেষ নিশ্বাসের ভাষা ।
যদি ইচ্ছে হয় মনে রেখ ,
আমার জন্য চোখে একটুকু জল এন ।।
খুব যতনে আগলে রেখেছি ,
শেষ হাসিটা তোমার
মনের গহীন কোনে গেথেঁছি ।
অবুঝ অবুঝ যত ছিল পাগলামি
তোমার কথার হাজারো ন্যাকামি ।
তোমার চোখে স্বপ্ন এঁকে
এ জীবন পার হতে চেয়েছি ।
মনে পড়ে ,শেষ বিকেলের কথা ,
তোমার ঘাড়ে আমার শেষ নিশ্বাসের ভাষা ।
যদি ইচ্ছে হয় মনে রেখ ,
আমার জন্য চোখে একটুকু জল এন ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        আব্দুল হক ২৭/০৫/২০১৭ভালো লিখা!
- 
        ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৭/০৫/২০১৭ভালো সময়ের চিত্র।
- 
        শরীফ আহমাদ ২৬/০৫/২০১৭অনেক ভাল লাগা রইল কবি....?
- 
        Tanju H ২৬/০৫/২০১৭অনেক ভালো লাগল কবি।শুভেচ্ছা নিবেন।
- 
        আলম সারওয়ার ২৬/০৫/২০১৭ভাল লাগল আমার লেখাকে আরো গতিশীল করা করার জন্য শুভেচ্ছা থাকল আমার


