কবিতার ছুটি
    কবিতারা আজ দিয়েছে ছুটি ,
ছুটব কিছু রঙ্গিন প্রজাপতির পিছু ।
মেঘে মেঘে জমে থাকা অভিমান
বৃষ্টির ধারায় হবে পুন্য স্নান ।
একই সাথে হাতে হাত রেখে
চল পালিয়ে যাই দূর কোন বনে ।
শনশন হাওয়া মন দোলাবে
পাখি-পল্লব অবাক চোখে তাকাবে ।
ছুটব কিছু রঙ্গিন প্রজাপতির পিছু ।
মেঘে মেঘে জমে থাকা অভিমান
বৃষ্টির ধারায় হবে পুন্য স্নান ।
একই সাথে হাতে হাত রেখে
চল পালিয়ে যাই দূর কোন বনে ।
শনশন হাওয়া মন দোলাবে
পাখি-পল্লব অবাক চোখে তাকাবে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        কামরুজ্জামান সাদ ১৬/০৭/২০১৭দারুন
- 
        আলম সারওয়ার ১৩/০৫/২০১৭দারুন হয়েছে
- 
        মধু মঙ্গল সিনহা ০২/০৫/২০১৭খুব ভালো।
- 
        আব্দুল হক ০১/০৫/২০১৭আপনার সুন্দর চেষ্টা ও কাজ সফল হোক! মোবারকবাদ!!
- 
        ডঃ সুজিতকুমার বিশ্বাস ০১/০৫/২০১৭ভালো। শুভেচ্ছা।
- 
        মোঃ ইমরান হোসেন (ইমু) ০১/০৫/২০১৭অনেক ভালো হয়েছে।


