হারিয়ে যাব
    দূরত্ব বেড়ে চলছে 
তীর থেকে কূলহারা
মাস্তুল ভাংগা কোন এক
গহীন সমুদ্রে হারানো
জাহাজের মতন ।
আমি যেন এক টুকরো
ছেড়া মলিন কাগজ ,
ভাসতে ভাসতে ভাসতে
টুপ করে তলিয়ে যাব
নিশ্চুপে নিশব্দে ।
সেদিন খুজতে এসনা ,
চোখের পানি ফেলবে না ,
আমি শেষ গন্ত্যবে পোছে গেলে
আমাকে খোজার দরকার নেই ।
তীর থেকে কূলহারা
মাস্তুল ভাংগা কোন এক
গহীন সমুদ্রে হারানো
জাহাজের মতন ।
আমি যেন এক টুকরো
ছেড়া মলিন কাগজ ,
ভাসতে ভাসতে ভাসতে
টুপ করে তলিয়ে যাব
নিশ্চুপে নিশব্দে ।
সেদিন খুজতে এসনা ,
চোখের পানি ফেলবে না ,
আমি শেষ গন্ত্যবে পোছে গেলে
আমাকে খোজার দরকার নেই ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৯/০৪/২০১৭
- 
        সাঁঝের তারা ২৮/০৪/২০১৭খুব সুন্দর ...
- 
        সাইয়িদ রফিকুল হক ২৮/০৪/২০১৭বেশ তো!


 
        
    
    
        
        
        
খোজা > খোঁজা