শুভাকাঙ্ক্ষী(১)
    জানালা দিয়ে হাত গলিয়ে
বৃষ্টি তোমায় ছুঁই ,
অবশ অনুভূতি জাগিয়ে
একলা একলাই রই ।
 
সূর্যমুখী বাড়ি তোমার
হিজল তমাল ঘেরা ,
চাঁদের আলো ঝরঝর
পূর্নিমা রাত্রি বেলা ।
আমার ঘরের জোনাকগুলো
তোমার ঘরে জ্বালে আলো ,
আমার স্বপ্ন চুরি গেছে,
তোমার ঘরে ঠাই পেয়েছে ।
বৃষ্টি তোমায় ছুঁই ,
অবশ অনুভূতি জাগিয়ে
একলা একলাই রই ।
সূর্যমুখী বাড়ি তোমার
হিজল তমাল ঘেরা ,
চাঁদের আলো ঝরঝর
পূর্নিমা রাত্রি বেলা ।
আমার ঘরের জোনাকগুলো
তোমার ঘরে জ্বালে আলো ,
আমার স্বপ্ন চুরি গেছে,
তোমার ঘরে ঠাই পেয়েছে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        তাবেরী ০১/০৪/২০১৭
- 
        আলীমুশ্বান সাইমুন ০১/০৪/২০১৭very nice
- 
        আব্দুল হক ৩১/০৩/২০১৭নাইস, শুভেচ্ছা রইল! আরো সুন্দর সুন্দর লিখা আশাকরি। ধন্যবাদ


 
        
    
    
        
        
        
ভালো লাগল।