ভালবাসার দোহাই
    যদি হঠাৎ করে দ্বার বন্ধ হয়ে যায় ,
তুমি আর আমি রুদ্ধ্বশ্বাস ,
দুজনার নিঃশ্বাস মিলে একাকার ।
জেনে রেখ , বিশ্বাস রেখ
আমার কোন কিছুতেই না নেই ।
শুধু ভালবেসেই যেতে যাই ।
বেল অবেলা কালবেলা ,
পাশে রব ,কাছে রব
জেনে রেখ , দোহাই ভালবাসার ।
তুমি আর আমি রুদ্ধ্বশ্বাস ,
দুজনার নিঃশ্বাস মিলে একাকার ।
জেনে রেখ , বিশ্বাস রেখ
আমার কোন কিছুতেই না নেই ।
শুধু ভালবেসেই যেতে যাই ।
বেল অবেলা কালবেলা ,
পাশে রব ,কাছে রব
জেনে রেখ , দোহাই ভালবাসার ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        মোঃ ইমরান হোসেন (ইমু) ২৫/০৫/২০১৬Smart poetic diction
- 
        নীরব ঘোষ জয় ২৫/০৫/২০১৬সুন্দর
- 
        মোবারক হোসেন ২৪/০৫/২০১৬ভাল


