www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমায় যেতেই পার ভুলে

সে দিন তুমি আমায় নাইবা রাখলে মনে ,
সেদিন তুমি আমায় যেতেই পার ভুলে ;
মিছরির স্বাদ সিরাতে খুঁজে পেলে –
তুমি আমায় যেতেই পার ভুলে ।

এভাবেই অভাবে একটুকরো ভালোবাসা –
না হয় হয়ে গেল মিথ্যে ,
কার কি এসে যায় বল তাতে ,
যদি তুমি আমায় নাই বা রাখলে মনে ।

রক্ত করবী রাঙা রঙে তোমার কিছু রাঙিয়ে ,
ভোরের রক্তিম সূর্য গোধূলিতে মিশে যাবে ;
পড়ে থাকা শুক্ন পাতা গাছের দিকে চেয়ে –
হতে পারে সে দিন নির্বাক কারোর পায়ে চাপা পড়ে;
তাতে কি ঐ সূর্যটা চারকোনা হবে ?
তুমি আমায় যেতেই পার ভুলে ।

পুরে যাওয়া কিছু আজ ধোঁয়া আটকাবার বৃথা চেষ্টা করে ,
আগুনের ছাই আগুনকে প্রশ্ন করে ;
জ্বলার মধ্যে কেমন মজা আছে ?
ছাই আরও বলে , যদি আমি জ্বলি –
পরে আগুন পড়ে থাকে !
তাতে কি ছাই এর ইচ্ছে পূরণ হবে ?
নাকি কবির ছোট বেলার প্রিয় গাছে ,
অন্য পাখি বসবে ?
সে দিন তুমি আমায় নাই বা রাখলে মনে ,
সেদিন তুমি আমায় যেতেই পার ভুলে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast