www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আনন্দের ভাগ

বাজার একটু দূরে মিলান হেঁটেই চলে যায় । সকালের মর্নিং ওয়াকও হয়ে যায় । আজ পয়লা বৈশাখ । একটু দেরি হল । বাড়ির প্রায় সামনে দাঁড়িয়ে থাকা কালুর রিক্সো নিল । ওরও কিছু হবে নববর্ষে ।
নেমে বলল - কত কালু ?
-দশ টাকা ।
-নতুন বছরের প্রথমদিন আজ একটু বেশি নিচ্ছিস না ।
-আমাদের তো সব দিন সমান । যেদিন বেশি ভাড়া খাটি সেদিন ভাল মন্দ নিয়ে যাই আর সেদিনই খুশির দিন আনন্দের দিন ।
মিলানের দশ টাকা নিতে নিতে কালু আরও বলল - আপনাদের আশীর্বাদে আজ যেন বসে থাকতে না হয় তাহলে আজকের নববর্ষের প্রথম দিন আরও উজ্জ্বল হবে ।
মিলান বাজারে ঢুকে ছেলেমেয়ে বউয়ের ফরমাস বেমালুম গুলিয়ে ফেলল । তবুও কিছুতেই আনন্দ যাতে মাটি না হয় সেজন্য বেছে বেছে অনেক কিছু কিনল ।
অন্যদিনের মত তেমন দাম দর করল না । রাস্তায় যার সঙ্গে দেখা হল এক গাল হেসে কথা বলল । গুড মর্নিং শুভেচ্ছা জানাল ।
এভাবেও কিছুটা বৈশাখী আনন্দ দেওয়া নেওয়া করে বাড়ি ফিরল মিলান ।
-০-০-০-
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৭১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast