www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আর আসে না

সেই বুড়িমা
আসে না আমার বাড়ি ,
যে আমায়
কোলে নিত
আদরে চুমু খেত ;
কত না বলত কথা
হাত পা নেড়ে
মায়ের সাথে ।
আমি তো আকাশ দেখি
বাতাস মাখি
আলোর সাথে সখ্য করি
দেখি নি চোখের জল
আদরের নাই ভূমি জল ।
মা তাকে বলত কি সব
মাথাতে বুলাত হাত
ছড়িয়ে রঙের নেশা
বুড়িমা আর যারা সব
বাসত খুবই ভাল
বাসত খুবই ভাল ।

বুড়িমা আর আসে না
হারিয়ে গেছে কোথায়
ভালবাসা রঙ বদলে
কেমন যেন দূর খুঁজে পায়
খুঁজে খুঁজে দূরে চলে যায়
ভালবাসা তবু রয়ে যায়
প্রাণে ও মনের মায়ায় ।
-০-০-০-
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালোবাাস তবু রয়ে যায়- খুব ভালো লেগেছে
 
Quantcast