www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটি ভালোবাসা একটি নিমগাছ

ভালোবাসি বলতেই
নিমের তেতো এসে
বিষকে করে অগ্রাহ্য-
নিমগাছটা অন্তরেই বাড়ে,
অন্তরেই কাঁপায় ধ্বনি।

ওহে নিম!
ইদানিং
ভালোবাসি বলতেই
তোমার ঔরষজাত ' বিষ '
ভাই ভাই হয়ে যায়... ।

লেখাঃ ১৫/৬/১৫ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৭/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দ্বীপ সরকার ২৯/০৭/২০১৫
    ধন্যবাদ সকলকে কমেন্টে আসার জন্য।
  • T s J ২৮/০৭/২০১৫
    ভালো লাগল,আমার পাতায় আপনার আমন্ত্রন রহিলো ।
  • মোবারক হোসেন ২৭/০৭/২০১৫
    ভালবাসায় কেউ না কেউ সাক্ষি থাকে।ধন্যবাদ কবি।
  • ডাইয়াবিটিসের যুগে নিমই এখন অমৃত। তাই এখন নিম গাছকে বিষ না ভেবে ভালবাসা শুধু নয় সংরক্ষণের ব্যবস্থা করতেই হবে। কথার কথা নয় এখন চাহিদার কথা। কবিকে শুভেচ্ছা জানাই।
  • কিশোর কারুণিক ২৬/০৭/২০১৫
    চলুক
  • দারুন
  • স্বাধীন আমিনুল ইসলাম ২৫/০৭/২০১৫
    অনেক সুন্দর কবিতা,বেশ ভাল লেগেছে।
  • ঠিক বুঝলাম না কবিবর।
 
Quantcast