www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আরোপিত স্বৈরাচারী মনের ধাঁধায়

আরোপিত স্বৈরাচারী মনের ধাঁধায়
ঘুরছে যে প্রান হাওয়ায় হাওয়ায়, ছায়ায় উপছায়ায়
কখনও সবুজ পাহাড় হয়ে- অদৃশ্য কাঁচের ভেতর
অথবা পৃথিবীর প্রতিরুপ অন্য গ্যালেক্সির স্পর্শকাতর কাঁচ ভেঙ্গে!-
হয়তো পেরিয়ে যাবে একদিন- দুঃখময় প্রশান্ত সাগর
অথবা নীল আটলান্টিক!
উড়তে উড়তে, পড়তে পড়তে-
পবিত্র স্ফুলিঙ্গ ছড়িয়ে-
ইস্পাতের গাংচিল! ---- একদিন
সুরুত পালটিয়ে দেবতা হবে-
তারপর ভেঙ্গে পড়ে দাবার বোর্ডে-
ঝরে পড়ে--- স্বর্গ থেকে---
অনিন্দ্য প্রশান্তির পথে!!
হিসেব মিলবে শুধুই শূন্যতা থেকে শূন্যতায়-
-নয়তো-
-পবিত্র ভাবনার খেয়ালে--
অনাদিকাল যে বেঁচে আছে-
-বেঁচে রবে-
-নিজের মতো-
"চিরকাল"।

৩০শে মার্চ, ২০১৫
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৫/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast