www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তারচেয়ে ঢের ভালো

তারচেয়ে ঢের ভালো!
========================@@@

আঁধার করেছে গ্রাস বুঝি এই প্রাণ,
হে আমার সুনয়না বলতে কি পারো
শুনতে পাই না কেন চাইলেও আজ
হোক না খেয়ালী কোন শালিকের অগোছালো গান?

দিগন্তের পানে চলা বলাকার ঝাঁক
ভীষণ নিষ্ঠুর ওরা রচে যায় অশনির হাসি,
ষোড়শী মেঘও কি তবে বাসনা বিনাশী?

দুলে না সজীব বাগ হাসে না সে ফুল,
গায় না অলিরা এসে সুরে যা অতুল!

দেখতে চাই না আর পেঁচকের নাচ
বিবর্ণ বিকেল এঁকে ফের ওই হিজলের ডালে,
সানস্ক্রিন মেখে ভালে,
তারচেয়ে ঢের ভালো
নিরালে লুকিয়ে কথা সজনীর যতো,
নির্বিঘ্নে ঘুমাবো আমি সেই গাছতলে
আহত প্রভাত যাচা ক্লান্ত এক জোনাকির মতো!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০১/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast