www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পরমাণু (একগুচ্ছ)

পরমাণু (একগুচ্ছ)
======================@@@

(১) সুরুজের শশী

সুরুজ হারিয়ে গেলে নীলিমাকে ভুলে
দূর থেকে আরও বহুদূর,
নিজেকে পাবে না খুঁজে দ্বাদশীর চাঁদ
না বাঁধলে দু’পায়ে ঘুঙুর।

(২) হারিয়ে যায়

ধরণী হারিয়ে যায় রজনীর দেহে
নির্জলা আঁধার গেলে জমে,
পিরিতও হারিয়ে যায় করো স্বীয় বুকে
আগুন লাগলে ছেঁড়া দমে।

(৩) বুঝে কি?

বুঝে কি প্রকৃতি সদা থেকেও অদূরে
পেয়ে সবুজের সার,
বিকালেও তাজা সুখ নীরদেরা চির
দুখেরই দোকানদার?

(৪) শাশ্বত প্রেম

খুঁজলে শাশ্বত প্রেম রজনীর বুকে
রূপালী বদনে করে বাসনারে নত,
পাবেই আঁখির জ্যোতি যেদিকেই রাখো
নীরদের ভেলা বসে অবিকল চন্দ্রিমার মতো।

(৫) বিবর্ণতা

মেঘের দোকান ভুলে বলাকার হাসি
তাপিত সুরুজ এলে নেমে,
এমনই বিবর্ণ হয় দু’পাড়ের প্রীতি
তটিনীর ধারা গেলে থেমে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৫/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast