www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গোধুলি বেলার রবি

গোধুলি বেলার রবি
====================@@@

আকাশের কোণে অপরূপ সাজে
দেখে নীরদের ভেলা,
ভাবি বসে একা কাব্য লিখবো
খুঁজে বিকেলের খেলা।

হাটুরে ফিরবে বাঁকা মেঠো পথে
দাবড়ে গরুর গাড়ি,
চষি আড়ে আমি সুদূরে হারানো
ধবল বকের সারি।

কি যে ভালো হতো বাঁশরীর ডাকে
ফিরে ফিরে চেয়ে মাঠে,
গাগরী কাকালে কুলো বঁধু গেলে
খুশিতে নদীর ঘাটে!

অবশেষে ভাবি কোথা পাবো সেই
গোধুলি বেলার রবি!
আঁকছি যখন পাল তোলা নায়ে
পরাণ মাঝির ছবি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৬/২০২২

মন্তব্যসমূহ

 
Quantcast