www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বল না মা

বল না মা!
=====================@@@

তোর মা প্রিয় লিচু গাছের ডালে
বোল এসেছে অল্প কয়েক থোকা,
লাফায় ওরা হালকা বায়ুর তালে
কেমন জানি দৃষ্টিতে একরোখা!

ইচ্ছে মতো সঙ্গী সাথী ডেকে
ফিঙে শালিক অনেক আসে রোজ,
সেই যে ঘুঘু গাইতো থেকে থেকে
কোথায় গেছে? পাই না বারেক খোঁজ।

ভর দুপুরে ঝরা পাতা খেতে
চুপটি আসে দুষ্টু ছাগল ছানা,
থাকুক আলিফ যতোই খেলায় মেতে
কঞ্চি পেলে আর কি শুনে মানা!

বোল্লা এসে মেঘের ভীতি খোয়ে
গড়তো ডালে আগেই মাটির হাড়ি,
অগ্নি দাহের হয়তো ব্যথা সয়ে
এবার ওরা গ্রামটা গেছে ছাড়ি।

ভাবছি হবো মিষ্টি গায়েন টুনি
নিত্তি ভোরে সূর্য্যি মামা এঁকে,
তুই তো আছিস চাঁদের দেশে শুনি
বল না আমি তুলবো কাকে ডেকে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৪/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast