www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনুত্রয়

অনুত্রয়
=========================@@@

(১) তবুও বইতে হয়!

একবার গেলে চিল নক্ষত্রের দেশে
কখনো ধরার বুকে জানি আর পড়বে না ছায়া,
তবুও বইবে এক হিজলের ডাল
বসতো বলেই তার আজীবন দু’চোখের মায়া!

(২) ছেঁড়া প্রতিদান

এ’ বুকে সজোরে হেনে গোটা দুই লাথ
যে দিয়েছে মিছে সম্মান,
নিশুতির ক্রোড়ে ফেলে ফোঁটা দুই জল
গেয়ে যাবো তারই জয়গান,
ক্ষয়ে অভিমান -
এ’ আমার ছেঁড়া প্রতিদান!!

(৩) ভালোবাসতাম বলে!

মেঘের কুন্তলে আজও গুঁজে দিই আমি
পড়ন্ত বিকেলে জাগা ফাগুনের সোনালী ঝিলিক!
নভোর শুভ্রতা করি যতনে লালন
নবীন পাতারে দিতে ফাগুনের সোনালী ঝিলিক!

দাঁড়ালে এহেন বেলা ভীতি তুমি দলে,
বাতাবি ফুলের ঘ্রাণ বাসতাম খুব ভালো বলে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৩/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast