www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আফসোসী তোড়ে

আফসোসী তোড়ে
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@

একদা নিশীথে নব চোর ঢুকে
পাক্কা চোরের ঘরে,
অস্ফুট স্বরে সচকিত তার
চিত্ত উঠলো নড়ে।

গল্প করছে সুখে বা কি দুখে
রয়ে দম্পতি জাগি,
নব্য সে চোর কান করে খাড়া
শুনবার তাহা লাগি।

ঝরছে ঘর্ম অঝোর ধারায়
যদি বা শঙ্কা ডরে,
তবু যেন তার আকাঙ্খা জাগে
হৃদয়ের প্রান্তরে।

অনুতাপী স্বরে স্বামী কেঁদে তার
বলছে বউয়ের প্রতি,
লোভের পিছনে দিবা নিশি ছুটে
খোয়েছি মানের জ্যোতি।

কতো সম্পদ গড়েছি জীবনে
পেয়েছি মেকির নাম,
সভ্য সমাজে নেই তবু মোর
কানা কড়ি সম দাম।

হয়তো বা যাবো চিরতরে চলে
সময়ের কাছে হেরে,
কর্ম তো তবু আত্মাকে ফেলে
কখনো যাবে না চলে।

তাইতো বলতে সদা সাধ জাগে
যদি বা পারি না লাজে,
করে যেন সবে মানের যত্ন
দু’কালে লাগে তা কাজে।

এহেন কান্না আফসোসী তোড়ে
অন্তর হলে ভারি,
নব চোর সেথা প্রতিজ্ঞা করে
করবো না কভু চুরি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১১/২০২০

মন্তব্যসমূহ

  • এম. মাহবুব মুকুল ১৬/১১/২০২০
    অনন্য সুন্দর জীবনের কাব্যকথা। অশেষ শুভেচ্ছা রইল।
  • খুব সুন্দর।
  • ফয়জুল মহী ১৬/১১/২০২০
    সুকোমল মনের ভাবনা ।
  • পি পি আলী আকবর ১৬/১১/২০২০
    সুন্দর
  • Biswanath Banerjee ১৬/১১/২০২০
    nice
 
Quantcast