www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানসিক ডাক্তার

“আমার পোষা কুকুরদুটো গতকাল
থেকে কিছু খায় না; খাবার দিলে-
ছুঁড়ে ফেলে দিয়ে মুখ ঘুরিয়ে বসে
থাকে; অপরিচিত কাউকে দেখলে
আগের মত ঘেউ ঘেউ করে চিৎকার
দিয়ে ওঠেনা; দৌড়ে ছুটে যায় না সদর
দরজা অব্দি; কেবল আলসে গাধার মতো
শুয়ে শুয়ে লেজ নাঁড়ে; আমাকে দেখে
আর আগের মত ছুটে আসেনা; পা-
চাটে না; কেমন যেন ভেজা বেড়াল
হয়ে গেছে আমার তেজী-ক্ষিপ্ত
কুকুরদুটো; বলতে পারেন কেন ?”
সবটা শুনে মানসিক ডাক্তারটা এবার
আমার দিকে তাকিয়ে হো-হো-হো
করে হেসে উঠলেন, বললেন –
“আরে ধূর মশাই ! মানুষগুলো যদি
মিনিটে মিনিটে বদলাতে পারে-
তবে কুকুরগুলো কেন নয় ? বলুন তো-”
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast