www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতার ছুটি

হঠাৎ যদি লক্ষ্য করো
আমি হেলে পড়েছি পশ্চিম কোণে
যে পথে ডুবে গেছে সূর্য ।
স্থবিরতার বাতাস বয়তে গিয়ে
থমকে গিয়েছে সন্ধ্যামেঘ ।
ভাববে পাকতে শুরু করেছে কবিতার চুল
ঝুলে পড়েছে কবিতার শরীর
কবিতার মুখে পড়েছে বলিরেখা ।
এবার বোধ হয় থামতে হবে চলা ।
এ কথাটি বুঝার মতো শরীর আমার
পরাস্ত খরকুটোর মতো মেঝেতে শুয়ে ।
অন্তিম পাতালসিঁড়ি ডাকছে
অন্ধকার খেলায় ,
এবার আমায় থামতে হবে ।
আমি পরাস্ত হই নিজের কাছে ।
মেঝেতে শুয়ে কিছুক্ষণের শান্তি নেব
জানালা খুলে দেখে নেব
জীবন চারিতার ঠুনকো বিলাস ।
এবার আমায় থামতে হবে ,
এবার বোধ হয় ছুটি হল কবিতার ।

২৬-০৯-১৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রোদের ছায়া ২৬/০৯/২০১৩
    বেশ ভালো লাগলো । শুভেচ্ছা।
  • Înšigniã Āvî ২৬/০৯/২০১৩
    গভীর চেতনার প্রকাশ....

    খুব ভাল লাগলো ।
  • ইব্রাহীম রাসেল ২৬/০৯/২০১৩
    --ভালো লিখেছেন--
 
Quantcast