www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিহারের পুকুর

যে পথ পুরনো
পুকুরের পাশ ঘেঁষে পড়েছিল সারারাত ।
আমার মতো আয়নায় দেখে প্রতিচ্ছবি
আঁতকে উঠি বারবার ।
কিসের যেন কথা ছিল পুনরুজ্জীবনের
বারবার ম্লান হয়ে যায় ।
নিহারের নতুন কাটা পুকুরে আর জল ভরে না ।
কত অনভিজ্ঞ লোকের হাতে তুলে দিই প্রাসাদ আমার
ইচ্ছে মতো লুটে নেয় ,
লুটে নেয় যক্ষের ধন । তারপর -
ফিরে আসে আবার সে পথে ।
তুমি ফিরো সেই প্রাকৃতিক নিয়ম মেনে ,
আমি ফিরে যাই কৃত্রিম জীবনে ।
পথ কুড়ানিরা ছটফট করে প্রকৃতির ডাকে ,
সেও পুরনো পথে প্রস্রাবরসে পূর্ণ করে
নিহারের নতুন কাটা পুকুর ।

২৩-০৯-১৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রাসেল আল মাসুদ ২৩/০৯/২০১৩
    ভালো বেশ ভালো
  • ইব্রাহীম রাসেল ২৩/০৯/২০১৩
    --ভালো বলতেই হয়--
  • Înšigniã Āvî ২৩/০৯/২০১৩
    দারুন
    রহস্যময়তার মোড়কে মোড়া কবিতা ।
  • খুবই রহস্যময়।
 
Quantcast