www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আ মা কে খুঁ জে নি ও

মহাকাল নিতে আসবে আমায়
আমি হারিয়ে যাব;
আমাকে কোথাও পাওয়া যাবেনা।
জিন্দাবেস্তা-গ্রন্থসাহিব কিংবা আদিপুস্তকের নিয়মে নয়
আমাকে হারিয়ে যেতে হবে শুধু হারাবার নিয়মে।

তুমি হন্যে হয়ে ছুটবে পথের ধারে
একে ওকে জিজ্ঞেস করবে
কেউ আমাকে কোথাও দেখেছে কিনা;
হাটে-মাঠে-তল্লাটে রোল পরে যাবে
কিন্তু কোথাও আমাকে পাওয়া যাবেনা।

হয়তো প্রদীপ হাতে খুঁজে ফিরবে ঘাঘটের বাঁকে বাঁকে
কাশবনের ফাঁকে অথবা ঘাঁসে
কোথাও ঘুমিয়ে পরেছি কিনা;
কিন্তু কোথাও আমাকে পাওয়া যাবেনা।

আমি হারিয়ে যাবো সাদা বরফের দেশে
বরফের কুটিরে বসে গাইবো গান
অজানা অচেনা কোনো সুরে।
সমুদ্রপারের দলবাঁধা পেঙ্গুইনদের ভীরে
আমায় খুঁজে নিও।

আমায় খুঁজে নিও নায়াগ্রার জলতরঙ্গে
সেথা জল হয়ে মিশে রবো আমি;
বহমান রবো শতকের পর শতক তোমার প্রতীক্ষায়;
জলের অবিশ্রান্ত নিমজ্জনে আমাকে খুঁজে নিও।

জলের গর্জনে উচ্চারিত হতে থাকবে তোমার নাম;
ভয় পেওনা আমার কন্ঠস্বর চিনে নিও।
চকিত পুলকভরে নির্বাক শুধু চেয়ে থেকো
আমাকে পাবে জলের নিমজ্জনে অথবা উদগিরনে।



পলাশ ফারাজী
ঢাকা, ৮ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারন লাগল।
  • প্রসেনজিৎ রায় ২৬/০৭/২০১৪
    আগেও বোধহয় পড়েছিলাম...অসাধারন লেখা।
  • কবি মোঃ ইকবাল ২৬/০৭/২০১৪
    ২য় বার পড়লাম। ভালো লাগলো।
  • শিমুল শুভ্র ২৬/০৭/২০১৪
    বাহ!!! বেশ অসাধারণ কবিতা পাঠে মন টা ভরে গেলো । প্রথম প্রয়াস মুগ্ধ হলাম ।

    এখন থেকে তোমাকে যে কাজ গুলো করতে হবে-
    ১।আসরে নিয়মিত থাকতে হবে ।
    ২। নিয়মিত গঠন মুলক চিন্তা ধারায় কবিতা তৈরি করে পোষ্ট করতে হবে ।
    ৩।একটা কবিতা পোষ্ট করে ৫০ টি কবিতা পড়ার অভ্যেস গড়ে তুলতে হবে ।
    ৪। সবার পাতায় হাঁটতে হবে ।
    ৫।কবিতা পাঠ করার পর ঐ কবিতার সারাংশ তুলে এনে ভালো মন্দের বিচার করে মন্তব্য করতে হবে।
    ৬।মন্তব্য করার সময় খেয়াল রাখতে হবে ঐ লেখক যেন মনে কষ্ট না পায় ।সেই দিকে খেয়াল রাখতে হবে ।
    ৭।এডমিন এবং আসরের নিয়ম কানুন মেনে চলতে হবে ।
    দেখবে এক বছর নিয়মিত থাকলে তুমি যোগ বিয়োগ মিলিয়ে দেখিবে কত টা একটিভ হয়ে গেছো তুমি ।
    অনেক ভালোবাসা জেনো । কবিতায়নে থাকো ।ভালো থেকো নিরবধি ।
 
Quantcast