খাঁটি সোনা
আমি হবো উদাস কবি
তুমি হবে বিনুদার দেখা খাঁটি সোনা,
না তোমাকে আমি হারাতে দিবনা
থাকতে দিবনা অপরিচিতা হয়ে চিরজনম,
তোমাকে ঠিকই আমার করে নিবো।
তুমি হবে আমার কবিতার শেরা পাঠিকা
আমি হবো তোমার উদাস কবি,
তোমার আবদারের কবিতা গুলো
ঠিকই পেয়ে যাবে বালিশের নিচে,
চুপটি করে দুচোখ বুলে
পড়ে নিবে সবকটি লাইন।
বুকে জড়িয়ে কবিতার কথাগুলো
হারিয়ে যাবে অচিন ঘোরে,
তব হৃদয় রাজ্যের রাজা হয়ে
থাকবো তোমার জনম জুড়ে।
কোনো এক জোছনা রাতে
তোমার কোলে মাথা রেখে
আবৃত্তি করে যাবো তোমার প্রিয় কবিতাটি,
হাত বুলিয়ে এলো কেশে
শুনে যাবে মুগ্ধ মনে,
তোমার চোখের উষ্ণ জল ঘোর ভাঙ্গাবে মোর,
জড়িয়ে বুকে তোমায় বলিব এ প্রেম
হয় যেন চির অমর।।
তুমি হবে বিনুদার দেখা খাঁটি সোনা,
না তোমাকে আমি হারাতে দিবনা
থাকতে দিবনা অপরিচিতা হয়ে চিরজনম,
তোমাকে ঠিকই আমার করে নিবো।
তুমি হবে আমার কবিতার শেরা পাঠিকা
আমি হবো তোমার উদাস কবি,
তোমার আবদারের কবিতা গুলো
ঠিকই পেয়ে যাবে বালিশের নিচে,
চুপটি করে দুচোখ বুলে
পড়ে নিবে সবকটি লাইন।
বুকে জড়িয়ে কবিতার কথাগুলো
হারিয়ে যাবে অচিন ঘোরে,
তব হৃদয় রাজ্যের রাজা হয়ে
থাকবো তোমার জনম জুড়ে।
কোনো এক জোছনা রাতে
তোমার কোলে মাথা রেখে
আবৃত্তি করে যাবো তোমার প্রিয় কবিতাটি,
হাত বুলিয়ে এলো কেশে
শুনে যাবে মুগ্ধ মনে,
তোমার চোখের উষ্ণ জল ঘোর ভাঙ্গাবে মোর,
জড়িয়ে বুকে তোমায় বলিব এ প্রেম
হয় যেন চির অমর।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল্লাহসাকি ১২/০৯/২০২৩প্রেম তো অমরই হয়; তবে তা সঠিক প্রেম হলে। চলতে থাক লেখনির এই ধারা।
-
আব্দুর রহমান আনসারী ০৯/০৭/২০২৩অনিন্দ্য সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২১/০৬/২০২৩রোমান্টিক,,,,
-
বোরহানুল ইসলাম লিটন ২২/০৫/২০২৩প্রেমময় কবিতাটি!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০৫/২০২৩দারুণ লেখা
-
ফয়জুল মহী ১৮/০৫/২০২৩ভালো লাগার কাব্য
। শুভ কামনা নিরন্তর -
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১৮/০৫/২০২৩দারুন লাগলো পড়ে