www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার আগে পরে

তোমার আগে পরে
যে ছিল এই ঘরে,
তার ছিলনা নাম ঠিকানা
ভেদ করেছে তার নিশানা।
হোঁচট খেয়ে চলার পথে
কষ্টে সৃষ্টে স্মরে।

দুর্বলতম মনের গহন
সংগোপিত হৃদয় দহন,
প্রতিশ্রুতির অনাচারে
অশ্রু ঝরে নয়ন ভরে।
মনের রাজা ত্যাগকারী তাই
আপন সিংহাসন।

অভিশপ্ত অঢেল ধনে
অহংকারী যায় পতনে,
বিঘোর করুন সূর যে ছিল
নিত্যদিনে শুনেছিল।
বিকল্পরূপ ধরেছিল
ব্যথীত আনমনে।

পড়ে ছিল অবলিপ্ত
দু হাত ছিল সদাই রিক্ত,
অনাকাঙ্ক্ষার গোলকত্ব
আশার বাণী শোনায় নিত্য।
ব্যর্থ আত্মা কারণ খোঁজে
আঁখি কেন অশ্রুসিক্ত।

আগে পাছের গণ্ডগোলে
জাত কূল মান সবি ভোলে,
দুর্ভাবনার বিতৃষ্ণা
আত্মা জুড়ে জমায় ঘৃণা।
বিষণ্ণতার প্রখরতায়
প্রার্থনারা সমমনা।

বর্তমানের আড়ষ্ঠতা
সৃষ্টি করে বিষণ্ণতা,
নাম ঠিকানা প্রশ্নাতীত
অজানাতে নিপতিত।
যে ছিল সে আজো আছে
জ্বলন্ত এক চিতার মত।

গত বুদ্ধির হৃদয় ঘরে
শূন্য আত্মা ডুকরে মরে,
চুপিসারে খুজে ফেরে
দেখতে তারে নয়ন ভরে।
আমার রাতের নীরবতায়
তোমার আগে পরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনেক ভাল.....
    • ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।
  • সাঁঝের তারা ১৩/০৫/২০১৮
    খুব ভালো
  • রনি বিশ্বাস ১৩/০৫/২০১৮
    অসাধারণ
  • suman ১৩/০৫/২০১৮
    Awesome...congratulations !
 
Quantcast