www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তাকে চাই তাকে চাই

অন্তর জুড়ে শুধু ভাবনার, কোলাহল-কোলাহল,
সত্ত্বা জুড়ে হাসি মুখে আছে, অবিচল-অবিচল।
দিনরাত ধরে ভেবে ভেবে চোখে, ঘুম নাই-ঘুম নাই,
বিনিদ্র এই আত্মা জুড়াতে, তাকে চাই-তাকে চাই।

প্রেমের নদীতে পাল তুলে আমি, ভেসে যাই-ভেসে যাই,
আর ভালোবাসা ফুল হয়ে ঝরে, আঙিনায়-আঙিনায়।
কষ্ট পেলেও করবোনা, আজ প্রতিবাদ-প্রতিবাদ,
থাকনা হৃদয় আত্মা জুড়ে অবসাদ-অবসাদ।

যতটা দূরে যেতে চাও প্রিয়, চলে যাও-চলে যাও,
আছে প্রয়োজন যা কিছু সব, নিয়ে নাও-নিয়ে নাও।
হৃদয় অন্তর জুড়ে চলছে, প্রহসন-প্রহসন,
তোমায় নয় প্রেম হারানোর ভয়, সারাক্ষণ-সারাক্ষণ।

যেখানে থাকো যেভাবে থাকো, দেখা দাও-দেখা দাও,
এই বুক জুড়ে কত হাহাকার, শুনে যাও-শুনে যাও।
চলার পথে যদি তুমি হও, সহচর-সহচর,
অশেষ সুখে পূর্ণতা পাবে, অন্তর-অন্তর।

বিরহ কষ্ট সবকিছু ভুলে, থাকা যায়-থাকা যায়,
প্রাণে যারে চায় সে যদি হায়, সাথী হয়-সাথী হয়।
তাঁরা তো সারাটা জীবন করেছে, পরিহাস-পরিহাস,
নোংরামি যাদের অন্তরে করে, বসবাস-বসবাস।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast