www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রাণের সংক্রমণ

দেখাতে গিয়ে বীরত্ব,
যদি বেড়ে যায় দূরত্ব।
মুক্তি পেলেও দাসত্ব,
আড়াল ক্ষমার মহত্ত্ব।

নিত্য নতুন উদ্ভাবন,
জগত জুড়ে আস্ফালন।
আড়ালে চাপা যে ক্রন্দন,
তাতেই ছিন্ন এ বন্ধন।

ভাগ্য দিল স্বীকৃতি,
কষ্ট পেল নিষ্কৃতি।
এই চরিত্রের বিকৃতি,
দুঃখ কষ্ট প্রভৃতি।

সবার প্রাণের সংকলন,
লজ্জা করতে সংবরণ।
ব্যাথি আত্মার উত্তরণ,
এটাই প্রাণের সংক্রমণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast