www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হৃদয়ের দর্পণে

জগন্নাথ নাম দিয়া পাঠাইলে প্রভূ মোরে এই মায়ার ভুবনে!
আমি কেমনে ধন্য হইবো প্রভু, তোর দর্শনে?
প্রভূর দর্শনে মনুষ্য করিছে আজি মূর্তির আয়োজন,
আমি কেমনে বুঝিবো প্রভূ হইয়াছে তোর আগমন?

তোকে ভাবিয়া প্রভূ মনুষ্য মূর্তিকে করিছে প্রণাম,
আজ আমি কি দর্শনে প্রভূ জপিবো তোর নাম?
শংখ বাজাইয়া উলুর ধনিতে মনুষ্য তোর নাম গায়,
আমি কি দর্শনে গাইবো তোর নাম- কি তার উপায়?

শোভাময় আলোক রশ্মি মনুষ্য ছড়িয়েছে তোর গায়,
কেমনে দর্শন করিব আজি আমি যে বড়ো অসহায়!
ঢাকুরিয়ার ঢোলে, নৃ্ত্যের তালে তোকে বরন করিছে সবাই,
আমি কি তোর অধর্মী বান্দা, নাকি অচৈতন্য দেহ পোড়া ছাঁই?

হরেক রকম সাজে মনুষ্য সাজিছে, তোকেও সাজিয়েছে মাত্রা বিহীন,
আমি কি তোর দর্শন পাইবো না প্রভূ? আমি যে এক অনাথ নেত্রহীন!

আমিও যে পেতে চাই প্রভূ তোর দর্শন,
নইলে যে প্রভূ বৃথা মোর হইবে জীবন!

কেমনে দেখিবো প্রভূ তোকে মোর নেত্রহীন জীবনে?
ভক্তিভরা আল্পনা আঁকিয়াছি হৃদয়ের দর্পণে।
নগণ্য জীবন মোর ধন্য হইল প্রভূ তোর দর্শনে,
সারা জীবন দর্শন করিব তোরে হৃদয়ের দর্পণে।।

.............. * ..............
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পড়ে ভালো লাগলো
  • চমৎকার!
  • সমির প্রামাণিক ৩০/০৯/২০১৭
    হৃদয়ের দর্পণে তো আসল দেখা। সুন্দর। শুভকামনা রইলো কবির জন্য।
  • চমৎকার
  • মধু মঙ্গল সিনহা ৩০/০৯/২০১৭
    খুব ভালো লাগল কবি।
  • Tanju H ৩০/০৯/২০১৭
    সুন্দর কবিতা!!
  • সম্বোধনের ভাষাটা আরেকটু মার্জিত হওয়া উচিত ছিলো বলেই মনে হচ্ছে।তবে কবিতটা ভাল লেগেছে।
  • খুব সুন্দর।
  • আজাদ আলী ৩০/০৯/২০১৭
    Vagbaan k dakar janya nirdista kono Vasar darkar hay na amar mate. Vagaban k antar jami
    Karar janya darkar pabitra hridayer. Dhanyabad sathe suv bijayar suveccha.
  • কে. পাল ৩০/০৯/২০১৭
    Baki sob thak...
    Vogobaan k Tui/Toke bole daka... Thik kemon jeno sonai. Tai na?
 
Quantcast