www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্মরণ

।। স্মরণ ।। অলোক সরকার
খুলে দাও এ বন্ধন যাই আমি
সুদুরের বাহুতে মুক্ত পাখি
হয়ে সুনীল আকাশে ।
নাই প্রয়োজন আর পৃথিবীর
ভালোবাসার আমি যাই
সেই পুরনো ঘরে যেখানে
অবিরাম বয় নীল নদী
সবুজ সমীরে পরান জুরাই ।
যেখানে নাই হিংসার দাবানল
নাই জ্বালা , পৃথিবীর মায়া
মোহ তাতে নাই নাই।
মুক্ত সুনীল আকাশ শুধু ডাকে ইঁশারায় শীতল শয্যায় শুয়ে আছি
যাএা শুধু সুদুরের মহাকাশে ।

যেখানে আনন্ত্য সৌন্দর্য্যর খনি
চির-সুন্দরের হাতছানি ।
অনন্ত আকাশ মুক্ত বিহঙ্গের
কলোতানে প্রশান্ত সুনীল সোনার দেশে,
যেখানে থেমে আছে কথার গুঞ্জন
বুকের স্পন্দনটুকু মুর্ত হয়ে
ঝিল্লীর ঝংকারে l
জীবনের পদপ্রান্তে
ভুলে গেছি মৃত্যুর শঙ্কারে ।
উজ্জ্বল আলোর চোঁখে আঁকা
হবে আধার অঞ্জন।
মুর্হুতে বিস্মৃত হ'বে সব চিহ্ন মোর
সর্ন্তপনে ব্যক্ত হবে সবার স্মরণ ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast