www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দীপ্ত দামিনী

।। দীপ্ত দামিনী।।
।। অলোক সরকার ।।
জেগে উঠি ভোরের কোকিলরবে
আঁধো অলস চরণে
বসি বাতায়ণ প্রাঙ্গনে।

এসেছে বর্ষা,যেন নবীন বর্ষা
দুলিছে পবনের তালে,ছন্দে
সকল বনবীথিকা।
দূর হতে শুনি যেন
মৃদঙ্গ,শঙ্খ,রবীন্দ্র গীতিকা।

দুলিছে তালে তালে
শতযুগের কবিরা মিলে ধ্বনিত
হচ্ছে যেন মত্তমদির আবেশে
শতযুগের মানবতার গীতিকা।

এ যেন নয়নপাতে চুম্বন,
এ যেন অলকে অলক
মেঘ গর্জন !
মেঘমল্লার রাগিনী।

এ যেন স্নিগ্ধসজল, মেঘউজ্জ্বল
অন্ধতামস যামিনী।
এ যেন শত শত যুগের
সুখী-পরিমল চমকে দীপ্ত দামিনী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জাগ্রত যুবক ১৩/০৭/২০২১
    দারুণ ছন্দে পুরাণকাহিনি
    • ডাঃঅলোক সরকার ১৩/০৭/২০২১
      কবিবন্ধুকে মূল্যায়নে ঋদ্ধ করার জন্য অনেক ধন্যবাদ।
      আগামীতে ও পাশে থেকে ঋদ্ধ করবেন, আশায় থাকলাম।অনেক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানালাম।
  • শমসের শেখ ১২/০৭/২০২১
    সত্যি খুব সুন্দর লিখেছেন
    • ডাঃঅলোক সরকার ১৩/০৭/২০২১
      প্রিয় কবিবন্ধু,
      ভালো লাগায় পরিপূর্ণতা পেলাম।শুভেচ্ছা নেবেন। ধন্যবাদান্তে....ভালো থাকবেন।
  • দারুণ
  • ফয়জুল মহী ১২/০৭/২০২১
    অনিন্দ্য সুন্দর লেখনশৈলী
    মুগ্ধতা সীমাহীন। শুভকামনা রইলো।
  • সুন্দর লেখনী প্রকাশ
 
Quantcast